বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

ফুরাদ ট্রেডাসে ভাংচুর ও হামলা করায় দোকান মালিকের সংবাদ সন্মেলন

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

গাইবান্ধা সদরে ফুরাদ ট্রেডাসে ভাংচুর ও হামলাসহ হুমকি করায় দোকান মালিক সংবাদ সন্মেলন করেন। সোমবার সকালে চকমামরোজপুরে ফুরাদ ট্রেডাসে লিখিত বক্তব্য পাঠ করেন ফুরাদুজ্জামান ফুরাদ। সংবাদ সন্মেলনে লিখিতপত্র ও বক্তব্য হতে জানা যায়-গাইবান্ধার সদরের চকমারোজপুর গ্রামের মোঃ আব্দুস সোবহান সরকারের পুত্র মোঃ ফুরাদুজ্জামান ফুরাদ নিজনামীয় ক্রয়কৃত ভোগদখলীয় জমিতে ফুরাদ ট্রেডাস নামে ব্যবসা করে আসছেন। তার ক্রয়কৃত জমি আরএস ৪২ ও ৪৩,সাবেক দাগ ১২৬০,জমি ৭৪ শতকের মধ্যে ১৪ শতক এবং সাবেক দাগ ২০২৫, জমি ১০১ শতকের মধ্যে ৮ শতাংশ, হালদাগ ১২৬৫ ও ১২৬৬ ও সাবেক দাগ ২০২৪, হালদাগ ১২৫৯, জমি ৬৪ শতকের মধ্যে সাড়ে ৪ শতাংশ জমি ভোগদখল করে আসছে। উক্ত জমির খারিজ কেস নং ২৩৪৪। ফুরাদ শাহজাহান মিয়ার নিকট ক্রয় করেন। কিন্তু শাহজাহানের ভাই শামীম আহমেদ উক্ত জমির অংশীদার দাবী করে বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছে।এবিষয়ে গত ০৫ডিসেম্বর থানায় অভিযোগের প্রেক্ষিতে একটি শালিশী বৈঠক বসেও কোন সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় গত ০৯ই ডিসেম্বর শামীম আহমেদ ও তার লোকজন ফুরাদ ট্রেডাসে হামলা করে ভাংচুর ও হুমকি ধামকী প্রদর্শন করে। এতে ফুরাদ তার পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই সংবাদ সন্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ফুরাদ।এসময় উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, মোঃ আব্দুস সোবহান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com