ফিলিপাইন থেকে আমদানি করা এমডি ২ নামের উন্নত জাতের আনারসের চারা কৃষকদের মাঝে হস্তান্তর করা হয়েছে। উপজেলার মহিষমারা কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে উন্নতজাতের এই আনারস চারা বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যোথ উদ্যোগে পরিচালিত এই অনুষ্ঠান বাস্তবায়ন করে হটিকালচার সেন্টার ধনবাড়ী। এতে সভাপতিত্ব করেন মধুপুরের বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক মো. রিয়াজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বছরব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো: মেহেদী মাসুদ। অন্যান্যের মধ্যে ওই প্রকল্পের কনসালটেন্ট মো. কামরুজ্জামান, সিনিয়র উদ্যানতত্ববিদ ফৌজিয়া আক্তার, উদ্যান উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল আহমেদ, বিএডিসি মধুপুরের উপ-পরিচালক ইকবাল মো. মুনতাসির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা না¤œী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচিত কৃষক উপস্থিত ছিলেন। এ সময় কৃষি বিশেষজ্ঞগন মধুপুরের ্আনারস চাষীদের নতুন জাতের চারা রোপন ও পরিচর্যা পদ্ধতি সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠান শেষে মহিষমারা এলাকার চাষি মো. ছানোয়ার হোসেনের আনারস বাগানে অতিথিবৃন্দ আনারসের চারা রোপণ করেন।