সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

মহেশখালীতে পানি নিষ্কাশন না করায় হাজার একর লবণ চাষ অনিশ্চিত

মহেশখালী প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

লবণ উৎপাদনের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। তবে কিছু অসাধু চিংড়ী চাষীর কারণে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের জনতা বাজার তথা চালিয়াতলী (বালুডেইল) বাজারের নিকটবর্তী নতুন চালিয়াতলী ও সাফকাটা টেইট্টা ঘোনার পানি নিষ্কাশন না করার কারণে প্রায় দেড় হাজার একর লবণ চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। যার ফলে শত শত লবণ চাষী মাথায় হাত দিয়েছে। জানা যায়, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন দেড় হাজার একর বিশিষ্ট দু’টি চিংড়ী ঘের গেল বর্ষায় ইজারা নেন ¯’ানীয় চিংড়ী চাষী/ব্যবসায়ী সিন্ডিকেট। কিš‘ একাধিক অভিযোগ উঠেছে লবণ চাষের জন্য গত ১৫/২০দিন পূর্বে উপজেলার অন্যান্য চিংড়ী ঘোনার পানি নিষ্কাশন করে লবণ চাষে কার্যক্রম শুরু করলেও উল্লেখিত দু’ঘোনার পানি নিষ্কাশন করেননি এ পর্যন্ত। তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উক্ত ঘোনার লবণ চাষীদের মধ্যে কয়েকজন বর্গাচাষী দুঃখ প্রকাশ করে জানান, তারা সুদ মহাজন ও লবন ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে লবন উৎপাদনের সরঞ্জামাদি ক্রয় করে রেখেছে। কিš‘ পানি নিষ্কাশন না করায় শত শত লবন চাষী মাঠে কার্যক্রম শুরু করতে পারছেনা! তারা সময়মত লবণ উৎপাদন করতে না পারলে সুদ মহাজন ও লবণ ব্যবসায়ীদের কাছ থেকে দাদনের টাকা কিভাবে পরিশোধ করবে তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। এদিকে লবন ব্যবসায়ীরা জানান, পার্শ্ববর্তী ঘোনায় লবন উৎপাদন শুরু হবে। তবে নতুন চালিয়াতলী ও সাফকাটা টেইট্টা ঘোনার মৎস্য চাষের পানি নিষ্কাশন না করায় লবন চাষীরা লাখ লাখ টাকার লোকসানের সম্মূখীন হবে। অন্যদিকে ব্যবসায়ীরা ক্ষতিগ্র¯’ হবে বলে জানান। মহেশখালী¯’ মাতারবাড়ী বিসিক কর্মকর্তা জানান, মাতারবাড়ীসহ বিভিন্ন এলাকায় গত দু’সপ্তাহ পূর্বেই লবন উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। তবে কালারমারছড়া এই দুই ঘোনার ব্যাপারটা খুবই দুঃখজনক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com