গাইবান্ধায় ”কালের চিঠি” বইয়ের মোড়ক উন্মোচন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিমল সরকার সাহিত্য পরিষদের আয়োজনে গাইবান্ধা সদরের তুলসীঘাট কাশিনাথ উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে উদীয়মান কবি ও লেখক বিমল কুমারের লেখা ”কালের চিঠি” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক মাকিদ হায়দার।পরে কবি বিমল সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কবি,উপন্যাসিক ও গবেষক ড. সন্তোষ ঢালী, কবি ও ছড়াকার জ্যোর্তিময় সেন, বহুমাত্রিক লেখক ও কবি সৈয়দ মাজহারুল পারভেজসহ অন্যান্যরা। বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আনন্দ র্যালি, ছড়া,কবিতা, সাহিত্যপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটকসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।