বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

তিন বছরের শিশুর জীবন বাঁচাতে আকুতি

জহিরুল ইসলাম মিলন ধনবাড়ী :
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

যে বয়সে খেলাধুলা আর দুষ্টিুমিতে মন ভরিয়ে দিবে সবার কিন্তু নিভে যাচ্ছে সারা মনি নামের তিন বছরের শিশুর জীবন। জন্মগত হার্টে ছিদ্র নিয়েই তার জন্ম। অসুস্থ্যতা নিয়ে সারা মনি মায়ের কুলে বেড়ে উঠলেও হার্ট ছিদ্রের জটিলতা হওয়ায় এখন হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে। সারা মনি টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের রুপশান্তি এলাকার হতদরিদ্র মো. ফারুক হোসেনের মেয়ে। সারা মনিকে বাঁচাতে আকুতি জানিয়েছেন পরিবার। এখন অপারেশন ছাড়া বাঁচনো যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। সারা মনির বাবা মো. ফারুক হোসেন ও মা নাজমা বেগম জানান, সারা মনি জন্মের পর পরিক্ষা-নিরিক্ষায় হার্টে ছিদ্র ধরা পরে। ওর চিকিৎসার জন্য ঢাকার আল-দ্বীন হাসপাতাল, শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে দেখানো হয়। ডাক্তাররা ওকে দেখার পর অপারেশনের পরামর্শ দেন। ওর চিকিৎসা বাবদ সাড়ে তিন লাখ টাকার মত খচর হবে। সারা মনির বাবা বলেন, ‘আমি হতদিরদ্র। সম্পত্তি বলতে কিছুই নেই। কোন রকম দিমজুরের কাজ করে সংসার চালাই। আত্মীয়-স্বজনের মধ্যে সহযোগিতার করার মত কেউ নেই। আমার মেয়েকে বাঁচাতে হলে ওর অপারেশন করতে হবে। সে বর্তমানে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন। সমাজের হৃদয়বান ব্যক্তিরা যদি এগিয়ে আসে তাহলেই আমার মেয়েকে বাঁচানো সম্ভব হবে।’ ধনবাড়ী পৌর সভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন, ‘ফারুক খুবই অসহায়। ওর মেয়েকে চিকিৎসার করার মত সামর্থ ওর নাই। মেয়ের জন্য যদি সমাজের বৃত্তবানরা এগিয়ে এসে সহযোগিতা করে তাহলে বাঁচানো যাবে। বিকাশ/নগদ ০১৭২৭-৩৮৮-৭৯৩।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com