সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক হিরণ এর নৌকা কে সমর্থন করে আনারস ছাড়লেন বিদ্রোহী প্রার্থী ফয়েজ সেলিম। হিরনের প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী আর কেউ রইলনা। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি যদি প্রত্যাহার করতেন তাহলে হিরন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট ছাড়া নির্বাচিত হয়ে যেতেন। এখন তাকে নির্বাচনে অংশ নিয়ে ভোটে জয়লাভ করতে হবে। ২৬ ডিসেম্বর আমিরাবাদ ইউনিয়নে আ.লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরনের সমর্থনে ২১ ডিসেম্বর মঙ্গলবার চরলামছি মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। আমিরাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি মফিজুর রহমান ভূঁঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল বারেক আরু মিয়ার সঞ্চালনায় মতবিনিয় সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারমান দিদারুল কবির রতন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা আ.লীগের দফতর সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদ উল্যাহ খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি এড. নাছির উদ্দিন বাহার, শেখ ইসমাইল হোসেন, আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদ আলম, পৌর আ.লীগের সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী। আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা আবদুল্লাহ আল হায়দার মিল্কী, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নাছির উদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, সাইদুল হক, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন শাহীন ও সাধারণ সম্পাদক আইয়ূব নবী ফরহাদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিন ফামেল ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রিয়াদ, উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ ও ইউনিয়নবাসী।