গাজীপুরের কালীগঞ্জ নাগরী ইউপি নির্বাচন উৎসাহ উদ্দীপনা ও স্বতস্ফূর্ত অংশ গ্রহনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্র পুরুষের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। নাগরী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ আ’লীগ মনোনীত প্রার্থী মো. অলিউল ইসলাম অলি নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেন। বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে মো. অলিউল ইসলাম অলি পেয়েছেন ১৮ হাজার ১২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী এ্যাড. সিরাজ মিয়া পেয়েছেন ৫ হাজার ৩২৮ ভোট। এছাড়া জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মোমেন মিয়া পেয়েছেন ১৯৪ ভোট। ১২ হাজার ৭৯৪ ভোটের ব্যবধানে অলি চেয়ারম্যান নির্বাচিত হন। এদিকে, ৯টি সাধারণ ওয়ার্ডে বেসরকারিভাবে বিজয়ী কাউন্সিলররা হলেন- ১ নম্বরে সোহেল পিটার গমেজ (তালা), ২ নম্বরে আসফিয়াক মোহাম্মদ খালিদ (আপেল), ৩ নম্বরে মনির হোসেন খান (বৈদ্যুতিক পাখা), ৪ নম্বরে মাসুম আকন্দ (তালা), ৫ নম্বরে মো. মজিবুর রহমান (তালা), ৬ নম্বরে মাসুদ পারভেজ (ফুটবল), ৭ নম্বরে মো. মামুন মিয়া (আপেল), ৮ নম্বরে বিকাশ চন্দ্র দত্ত (আপেল) ও ৯ নম্বরে মো. এন্তাজ মিয়া (বৈদ্যুতিক পাখা)। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিল হিসেবে বিজয়ী হয়েছেন- ১, ২, ৩ ওয়ার্ডে কোহিনূর বেগম (বই), ৪, ৫, ৬ ওয়ার্ডে হাজেরা খাতুন (কলম), ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে রোকসানা আক্তার (মাইক)। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে উপজেলা নির্বাচন ও নাগরী ইউনিয়ন নির্বাচন রিটার্নিং অফিসার ফারিজা নূর এ ফলাফল ঘোষণা করেন। উপজেলার নাগরী ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ১৪ টি ভোট কেন্দ্র ৩০ হাজার ৬ শত ৯৭ জন ভোটার নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।