ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে জেলা পরিষদের হল রুমে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি চয়ন কুমার মন্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারহানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট রাজনীতিবীদ, কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, ভাইস- চেয়ারম্যান শেখ চুন্নু, কামরুন্নাহার রিটা, জেলা পরিষদের সদস্য আঞ্জুমানোয়ারা বেগম, চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা খান, সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, কাউন্সিলর জালাল সরদার, জাকির হোসেন জাকারিয়া, মাসুদুর রহমান নিকো, সালথা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন চৌধুরী, ইতালী শাখা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি শওকত আলী মোল্যা, সাধারণ সম্পাদক শওকত হোসেন সোহেলসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রক্তদান কর্মসূচী, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।