পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৩টি ইউনিয়নে শুধু সদস্য পদেই হবে লড়াই। এই ৩টি ইউনিয়নেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বুধবার উপজেলার হিরণ, কুশলা ও কলাবাড়ি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। হিরণ ইউনিয়নে মাজাহারুল আলম পান্না, কুশলা ইউনিয়নে চৌধুরী সুলতান মাহামুদ কালু ও কলাবাড়ি ইউনিয়নে এডভোকেট বিজন বিশ^াস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এই ৩টি ইউনিয়নে শুধু সদস্য পদেই লড়াই হবে। এ সকল ইউনিয়নে সাধারণ আসনে সদস্য পদে ১০২জন ও সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অফিসার খায়রুল হাসান বলেন, ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমস্ত মালামাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছি। নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত আইন- শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।