জামালপুরের ইসলামপুর উপজেলায় ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) দুপুরে ৭ কোটি ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল।জেলা প্রশাসক মোর্শেদা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জামালপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি বেগম হোসনে আরা, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক প্রমুখ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ৭ কোটি ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল’ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের শুভ উদ্বোধন ঘোষণা করেন।