টেকনাফ বিজিবি অভিযান চালিয়ে ১ কোটি ৩২ টাকা মুল্যের ২০৬৪ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার এবং পুলিশের অভিযানে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫ হাজার ইয়াবা সহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে। উদ্ধারকৃত মাদকের মুল্য আনুমানিক ১৩ কোটি টাকা। বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার অধিনায়ক জানান, বিজিবি কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে দশ কোটি বত্রিশ লক্ষ টাকা মূল্যমানের ২.০৬৪ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। ১১ জানুয়ারি ২০২২ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সী বিচ বিওপি হতে আনুমানিক ৩.৩ কিঃ মিঃ উত্তরে নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকতে ঝাউ বাগানের মধ্যে পাচারের উদ্দেশ্যে লুকায়িত ব্যাগের ভিতর হতে ক্রিস্টাল মেথ আইস জব্দ করতে সক্ষম হয়।টেকনাফ পুলিশ কর্তৃক অপর এক অভিযান চালিয়ে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০০০ ইয়াবা সহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। গত ১০ জানুয়ারী ২০২২ পুলিশের একটি বিশেষ টিম টেকনাফের পুরাতন পল্লান পাড়া এলাকাতে আভিযান চালায় বিপুল পরিমাণে মাদক সহ মহিলাকে আটক করে। আটককৃত নারী কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা ফারুকের স্ত্রী হাসিনা(৩০), টেকনাফ পুলিশ সাংবাদিকদের জানান ৫০০ (পাঁচশত) গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা (মাদক) জব্দ করা হয় ।