বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

উল্লাপাড়ায় শখের বসে নতুন বরই চাষে মিলেছে সফলতা

সঞ্জীব সরকার (উল্লাপাড়া) সিরাজগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শুরু হয়েছে নতুন জাতের বড়ই চাষ। ১৫ মাস আগে ভারত থেকে এ চারা সংগ্রহ করে শখের বসে উপজেলার ঘাটিনা ব্রীজ এলাকায় বাগান করে স্থানীয় কৃষক ফজলুল হক। এচারা লাগানোর পর গাছগুলো ভালো হওয়ায় ফলন ও বেশ ভালো হয়েছে। ভালো ফলন এবং সুস্বাদু হওয়ায় আগ্রহ বাড়ছে অন্য কৃষকদের মাঝে। সীডলেস জাতের বড়ই গাছের চারা সংগ্রহ করেন উপজেলার কৃষক ফজলুল হক। রোপন করেন ৩ বিঘা জমিতে। বিভিন্ন ধরনের সবজী চাষ করার পর শখের বসে ভিন্ন জাতের এই বড়ই চাষের উদ্যোগ নেন তিনি। বর্তমানে এখন এটি ব্যানিজ্যিক আকারে রুপ নিয়েছে। প্রতিটি গাছে থোকায় থোকায় ধরে আছে মিষ্টি জাতের সুস্বাদু এই ফল। বর্তমানে তিনি বাজারে বিক্রি করছে প্রতি কেজি ১০০ শত টাকা করে। এবিষয়ে বাগানে কর্মরত শ্রমিক সোহেল হোসেন বলেন, এই বাগান হওযায় এলাকার লোকদের কর্মসংস্থান হয়েছে। অনেকেই এখন এই বড়ই বাগানে কাজ করে আর্থিক স্বচ্ছলতা ফিরে পেয়েছে। বাগানে বড়ই গাছের গোড়া পরিস্কার, স্প্রে করা,সার ছিটানো, গাছ থেকে বড়ই উত্তোলন করা সহ এখন নানা কাজে ব্যস্ত থাকতে হয়।আর এই বাগান হওয়ার আগে কোন কাজ না থাকায় বেকার বসে থাকতো হতো। সংসারে ছিলো আর্থিক সংকট। কৃষক ফজলুল হক বলেন, দেশে অনেক রকমের বড়ই পাওয়া যায়। কিন্তু আমি যখন জানতে পারলাম সীডলেস নামে বড়ই আছে তখন আমি এই ছারা সংগ্রহ করে রোপন করা শুরু করি। বর্তমানে আমার বাগানে এখন প্রতিটি গাছে থোকায় থোকায় ফল ধরে আছে। ফলন ভালো হওয়ায় এবং বাজার মূল্য ভালো থাকায় লাভের আশাবাদী এছাড়াও ফলের পাশাপাশি গাছের কলম তৈরী করে বিক্রি করার উদ্যোগও নিয়েছেন এই উদ্যোক্তা। এবিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন,নতুন জাতের এসব বড়ই চাষে স্থানীয় কৃষকদের উৎসাহী করা হচ্ছে। এবং কৃষি অফিস থেকে ফজলু হককে সব ধরনের সহযোগিতাও করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com