কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে দারুণ এক জয় পেলো ফরচুন বরিশাল। এতে ভিক্টোরিয়ানদের টপকে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখলে নিলো সাকিব আল হাসানের দল। গতকাল সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচে কুমিল্লার বিপক্ষে ৩২ রানে জয় পায় বরিশাল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং শেষে বরিশালের সংগ্রহ ছিল ১৫৫/৫। জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ইনিংস শেষ হয় ১২৩/৯-এ।
ব্যাটে-বলে নৈপুণ্য দিয়ে আবারো বরিশালের ‘নায়ক’ সাকিব আল হাসান। ফরচুন বরিশালের ফলাফল হওয়া শেষ টানা তিন ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার কুড়ালেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। সোমবার কুমিল্লার বিপক্ষে বল ৩৭ বলে কাঁটায় কাঁটায় ৫০ রান করেন বরিশাল অধিনায়ক সাকিব। পরে বল হাতে চার ওভারের স্পেলে মাত্র ২০ রানে দুই উইকেট নেন ফরচুন বরিশালের এ বাঁহাতি স্পিনার।
এদিন টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল কায়েস। বরিশালের ওপেনার মুনিম শাহরিয়ার করেন ২৫ বলে ৪৫ রান। মুনিম হাঁকান চারটি চার ও তিনটি ছক্কা। ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইল করেন ১০ রান। আর সাকিব ও তৌহিদ হৃদয়ের (৩১*) দৃঢ়তায় বরিশালের সংগ্রহ দেড়শ’র কোঠায় পৌঁছে। বল হাতে তানভির ইসলাম নেন দুই উইকেট।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ম্যাচ থেকে ছিটকে যায় কুমিল্লা। দুই বিদেশি রিক্রুট মঈন আলী ৬ সুনীল নারাইন করেন ৩ রান। সর্বোচ্চ ৩০ রান করেন মুমিনুল হক। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন ১০ নম্বর ব্যাটার তানভির ইসলাম। এতে ১২৩/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ানস।