বান্দরবানের রুমা জোনের রাইক্ষ্যায়াং লেক ২৮ বীর আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান কে গত ২ ফেব্রুয়ারী বুধবার সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে মানব বন্ধনও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য নাগরিক পরিষদ। মঙ্গলবার(৮ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) লামা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে, পিসিএনপি লামা উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে লামা উপজেলা পরিষদ সন্মুখে প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। বান্দরবান জেলার রুমা সেনা জোনের নিরাপত্তায় নিয়োজিত দেশ প্রেমিক সেনাবাহিনীর টহল দলের উপর পার্বত্য চট্টগ্রাম চুক্তি ভঙ্গকরে সন্তু লারমার জেএসএস (মূল) স্বশস্ত্র সন্ত্রাসীদের হামলায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানসহ নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, সেনা বাহিনীর উপর হামলা ও সেনা সদস্যকে হত্যা দেশে নিরাপত্তার জন্য চরম হুমকী। অবিলম্বে সন্তু লারমা সহ সশস্ত্র সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচী দিবেন বলে হুশীয়ারি দেন বক্তারা। বিক্ষোভ মিছিলে”জ্বালো জ্বালো আগুন জ্বালো খুনি সন্তু লারমার গদিতে আগুন জ্বালো একসাথে” এই স্লোগানে – স্লোগানে লামা বাজারের রাজপথ ও সমাবেশ স্থল মূখরীত হয়, এসময় সন্তু লারমার কুশপুত্তলিকা দাহ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবুর রহমান। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক ও বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি এম রুহুল আমিন,পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান প্রমূখ।