বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

মোনায়েম খান নেত্রকোনা :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর উদ্যোগে পল্লী বিদ্যুতের সহায়তায় জেলার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ফারংফাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার ৭ জানুয়ারী বিকালে ভবানীপুর বিওপিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া প্রধান অতিথি হিসেবে এই বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া গনমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ফারংফাড়া গ্রামের ১১০টি পরিবার জীবনযাত্রার মানোন্নয়নে তাদের এলাকায় বিদ্যুৎ সংযোগের জন্য দীর্ঘদিন যাবৎ জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, বিজিবি ও পল্লী বিদ্যুৎ অফিসের কাছে বার বার জোর দাবী জানিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে ২০১৯ সালে ৮ জুলাই বিজিবি’র অধিনায়ক ভারতীয় বি এস এফ কমাড্যান্টকে সাথে নিয়ে সীমান্ত এলাকায় বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন লাইন স্থাপনে যৌথ পরিদর্শন করেন। পরবর্তীতে বি এস এফ’এর অনুমতি স্বাপেক্ষে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যোগাযোগ করলে তারা অগ্রাধিকার ভিত্তিতে সুমেশ^রী নদীর পশ্চিম পাশের্^ বিজয়পুর এলাকায় এবং পূর্ব পাশের্^ ভবানীপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে নদীর তলদেশ দিয়ে ৩ শত ৮০ মিটার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এই বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। জাতির জনকের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদ্যুৎ সংযোগ পেয়ে ফারংপাড়া গ্রামের ১১০টি পরিবার অত্যন্ত খুশি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com