বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

রাজশাহীর প্রবীণ সাংবাদিক ডা. বুলবুলের ইন্তেকাল

খাইবুর রহমান রাজশাহী :
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

রাজশাহীর প্রবীণ সাংবাদিক ডা. মোজাহার হোসেন বুলবুল (বুলবুল হোসেন) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। গতকাল বুধবার ভোরে তিনি রাজধানী ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যানসার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। ডা. বুলবুল নবম শ্রেণিতে অধ্যায়নের সময় প্রথম সাংবাদিক হিসেবে রাজশাহী থেকে প্রথাশিত প্রথম শ্রেণির একমাত্র জাতীয় পত্রিকা দৈনিক বার্তায় যোগদান করেন। ডা. বুলবুল দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল এবং পরবর্তীতে যায়যায় দিনের রাজশাহী ব্যুরো অফিসের প্রথম ব্যুরো প্রধান ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবেও কর্মরত ছিলেন। বিএনপি সমর্থিত ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাবের) নেতা ছিলেন। বুলবুল হোসেনের ভাগ্নে পাখি গবেষক ও পর্যটক অনু তারেক জানান, গতকাল বুধবার ভোরে তিনি ঢাকায় মারা যান। ক্যানসার আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুর আগে তিনি সেন্ট্রাল হাসপাতালে ডেপুটি ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার আগে সিভিল সার্জন হিসেবে নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালন করেছিলেন। এরও আগে চিকিৎসক হিসেবে রাজশাহী মেডিক্যাল কলেজ এবং নওগাঁর বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। ঢাকার গ্রীণরোডের সেন্ট্রাল হাসপাতালে সকাল ১০টায় এবং বাদ আসর রাজশাহীর উপশহরের নূর মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজশাহীর হেতেমখাঁ গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com