বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ব্যাডমিন্টন ও মনোপলি টুর্নামেন্ট সম্পন্ন

মাহমুদ আল আজাদ হাটহাজারী (চট্টগ্রাম) :
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে শীতকালীন ব্যাডমিন্টন ও মনোপলি টুর্নামেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার(৮ফেব্রুয়ারী) বিকেলে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ খেলায় মেঘনা দল চ্যাম্পিয়ন ও গোমতি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। উক্ত ফাইনাল খোলায় উপ-প্রকল্প পরিচালক জেসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম। বালিকা শিশুদের নিয়ে শীতকালীন মনোপলি টুর্নামেন্ট’২০২২ এর আয়োজনে মোট ৮টি দল অংশগ্রহণ করে। মনোপলি টুর্নামেন্টে অংগ্রহণকারী দলগুলো হল-কর্ণফুলী, হালদা, সাঙ্গু, মেঘনা, গোমতি, বাঁকখালি, নাফ ও মাতামুহুরী। ৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে মেঘনা দল চ্যাম্পিয়ন ও গোমতি দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। একইভাবে বালক শিশুদের নিয়ে শীতকালীন ব্যাডমিন্টন এর আয়োজন করা হয় যাতে মোট ৮টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হল-ভাটিয়ারী, ময়নামতি, শুবলং ঝর্ণা, মায়াবিনী লেক, নীলগিরি, দারুচিনি দ্বীপ, বঙ্গোপসাগর ও সাজেক ভ্যালি। ৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে মায়াবিনী লেক চ্যাম্পিয়ন ও শুবলং ঝর্ণা রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ও শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’২০২২ এ ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসাবে নির্বাচিত হয় মো: মাসুদ রানা এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মো: শামসুল আলম। টুর্নামেন্টের সমাপনী দিন তথা মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি’২০২২) কেন্দ্রের বালক শাখার ব্যাডমিন্টন কোর্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানমালার আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এসময় প্রধান অতিথি মো: শাহিদুল আলম বলেন “দেহ মনন বুদ্ধি বিকাশ, খেলাধূলায় ঘটবে প্রকাশ”। খেলাধূলার মাধ্যমে শিশুরা বিকশিত হবে এবং খেলাধূলার মাধ্যমে জ্ঞানের বহি:প্রকাশের ধারা অব্যাহত থাকবে। পরে কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলেই বিমুগ্ধচিত্তে উপভোগ করেন। অনুষ্ঠানের শেষভাগে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com