বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

লাল ঝান্ডা পুঁতে একশ ৩২ একর জমির সীমানা নির্ধারন

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

বনবিভাগের বেদখলীয় জমি উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বনবিভাগের উদ্যোগে বেদখল হওয়া এক একর ৪শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই এর নেতৃত্বে পাঁচপুকুরিয়া মৌজার ৯২দাগের বেদখলীয় সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন স্থানীয় আব্দুল খালেক নামে একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি চলতি বোরো মৌসুমে বনবিভাগের জমিতে ধান চাষাবাদ করেন। বনবিভাগ কর্তৃপক্ষ বিষয়টি জানার পর এলাকাবাসীর সহযোগীতায় বেদখলীয় সম্পত্তি উদ্ধার করে সেখানে নানা জাতের ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করেন। এ বিষয়ে সরকারী জমি দখলকারী আব্দুল খালেক বলেন, ধান রোপনের আগে আমাকে বাধা নিষেধ করলে আমি বনবিভাগের জমিতে বোরো ধান রোপন করতাম না। তারা আমার ধানক্ষেত নষ্ট করায় আমি তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছে। বনবিভাগের জমি উদ্ধার কার্যক্রমের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যপাড়া বিট কর্মকর্তা মোঃ মজিবর রহমান, হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন শাহ, বাগান মালি ফাইজুদ্দিন, বন প্রহরী আব্দুল গাওহারুল সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার গনমাধ্যমকর্মী। এদিকে গতকাল শনিবার মধ্যপাড়া বনবিভাগের উদ্যোগে হরিরামপুর মৌজার শাহপাড়া এলাকায় বনবিভাগের বেদখল হওয়া একশ ৩২একর সম্পত্তির উপর লাল ঝান্ডা পুঁতে দিয়ে সরকারী জমির সীমানা নির্ধারন করা হয়। এসময় বনবিভাগের জমি দখলকারী ভুমিদস্যুদের সাথে মধ্যপাড়া বনবিটের লোকজনের বাকবিতন্ডের ঘটনা ঘটে। এনিয়ে ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com