বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

তিতাসে স্বাস্থ্য কমপ্লেক্স ও ডায়াবেটিক হাসপাতালে মেডিকেল সরঞ্জাম বিতরণ

আরিফুর রহমান (তিতাস) কুমিল্লা :
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

কুমিল্লার তিতাসে বাংলাদেশ সরকার ও জাইকা’র অর্থায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (স্থানীয় সরকার বিভাগ) এর আওতায় প্রায় সাড়ে ২২ লাখ টাকা বাজেট সাপেক্ষে “উপজেলা পরিষদের মাধ্যমে” ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এক্স-রে মেশিন ও রোগীদের বেড সরবরাহ এবং তিতাস ডায়াবেটিস হাসপাতালে বায়োক্যামেস্ট্রি এনালাইজার , হরমন এনালাইজার, ঐনধ১প, ১২ চ্যালেন ইসিজি, ইউরিন এনালাইজার, মেডিকেল যন্ত্রপাতি” বিতরণ করা হয়। ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার এসব সরঞ্জাম বিতরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ সরফরাজ হোসেন খান এবং তিতাস ডায়াবেটিস সমিতির পক্ষে সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া সরবরাহকৃত মেডিক্যাল যন্ত্রপাতি গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম মোর্শেদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর নবী, উপজেলা যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী আশরাফ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার সহ উপজেলার সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com