বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামের মহসীন আলী ঘোড়া দিয়ে হাল চাষ করে সংসার চালান। গরুর হালের চেয়ে দ্বিগুণ জমিতে চাষ দেওয়ার ফলে তিনি অন্যের জমি চাষ করে সংসারে এনেছেন স্বচ্ছলতা। সরজমিনে দেখা গেছে, ঘোড়া দিয়ে পটুয়াকোল মাঠে ভ’ট্টা বপনের জমি চাষ করছেন ঐ গ্রামের মহসীন আলী। আদিকাল থেকে গরু দিয়ে হাল চাষের প্রচলন থাকলেও মহসীন আলী ঘোড়া দিয়ে হাল চাষ করায় এলাকায় তিনি ঘোড়া মহসীন নামে পরিচিতি পেয়েছেন। মহসীন জানান, এক জোড়া হালের গরু কিনতে দেড়/দু’লাখ টাকা লাগে। তাই তিনি মাত্র ২০ হাজার টাকা দিয়ে এক জোড়া ঘোড়া কিনেছেন। সেই ঘোড়াকে হাল চাষের উপযোগি করে প্রশিক্ষণও দিয়েছেন। যেখানে গরু দিয়ে দিনে মাত্র এক/দেড় বিঘা জমি চাষ করা যায় সেখানে মহসীন ঘোড়া দিয়ে দিনে তিন বিঘা জমিতে চাষ দিয়ে থাকেন। নিজের জমি চাষাবাদ ছাড়াও তিনি ৬০০ টাকা বিঘা দরে অন্যের জমিতে চাষ দিয়ে থাকেন। প্রতিদিন ঘোড়ার খাবার বাদ দিয়ে তিনি ১ হাজার থেকে ১৩শ’ টাকা পর্যন্ত আয় করেন। এই টাকা দিয়ে তিনি সংসার পরিচালনা ও ছেলে-মেয়েদের লেখাপড়া চালানোর পর সংসারে এনেছেন স্বচ্ছলতা। এলাকায় ঘোড়া মহসীনের নাম ছড়িয়ে পড়ায় প্রতিদিন কেউ না কেউ তার ঘোড়া দিয়ে হাল চাষ দেখতে আসেন।