বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

জমে উঠেছে শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নির্বাচনী প্রচারণা

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

দিনাজপুর সদর উপজেলার শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি, ১৭নং রেলগেট প্রাঙ্গণে আনন্দমুখর পরিবেশে এবং ব্যাপক মার্কাযুক্ত পোস্টার, লিফলেট বিতরণের মধ্যে দিয়ে জমে উঠেছে ব্যাপক গন সংযোগ ও নির্বাচনী প্রচারণা। ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির ১৭নং রেলগেট মোড়ে গিয়ে দেখা যায় বীর মুক্তিযোদ্ধার সন্তান, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন ছাতা মার্কা নিয়ে এবং এবার সভাপতি পদে প্রার্থী হয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাজাহান আলী, বর্তমান কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান, মহল্লা আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মানিক সহ অন্যান্য প্রার্থীরা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ভোটাররা। তারা জানান, এবার সভাপতি পদে ছাতা মার্ক নিয়ে দাড়িয়েছেন মোঃ ফরিদ হোসেন ও চেয়ার মার্কা নিয়ে মোঃ শাহাদাৎ হোসেন। সহ-সভাপতি পদে আনারস মার্কা নিয়ে আজিজুল ইসলাম এবং আম মার্কা নিয়ে আখতার হোসেন, সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল মার্কা নিয়ে লিয়ন হোসেন ঢালু, ঘড়ি মার্কা নিয়ে বেলাল হোসেন এবং মুক্তিযোদ্ধার সন্তান উড়োজাহাজ মার্কা নিয়ে বেলাল হোসেন সোহেল, সহ-সাধারণ সম্পাদক পদে মই মার্কা নিয়ে নজরুল ইসলাম ও কলস মার্কা নিয়ে মোঃ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক পদে খেজুর গাছ নিয়ে শফিকুল ইসলাম, দোয়ের পাখি নিয়ে আইনুল ইসলাম ও গরু গাড়ী মার্কা নিয়ে হামিদুল ইসলাম খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে জোড়া কবুতর মার্কা নিয়ে তহিদুল ইসলাম তুহিন, মোবাইল ফোন মার্কা নিয়ে বেলাল হোসেন ও আপেল মার্কা নিয়ে আলমগীর মোল্লা, সমাজ ও ধর্ম বিষয়ক সম্পাদক গাভী মার্কা নিয়ে মুজিবর রহমান, উট মার্কা নিয়ে নুরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে ব্যাট-বল মার্কা নিয়ে রেজাকুল ইসলাম এবং ফুটবল মার্ক নিয়ে মোঃ আইয়ুব এবং কার্যকারী পরিষদের সদস্য পদে ৪ জন প্রার্থী রয়েছেন তাদের মদ্যে তিনজন নির্বাচিত হবেন। তারা হলেন, হরিণ মার্কা- আব্দুল মজিদ, বালতি মার্কা- আবুল হোসেন কান্দু, কুড়েঘর মার্কা- আজাহার আলী বাবু এবং চাকা মার্কা নিয়ে শাহ্ আলম নির্বাচন করছে। ভোটার মোঃ বাবলু, মোঃ সেলিম ও মুনির হোসেন বলেন, এটা নির্বাচন নয় আমাদের পরিবারের সদস্যদের বসন্ত উৎসব। এলাকার ছেলে-মেয়েরা যে যেখানেই থাকুক না কেন নির্বাচন দেখতে বাড়ী চলে আসে। এ যেন আত্মার টান এই নির্বাচন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com