জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত তিন নাম্বার আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে গণ সংবর্ধনায় সিক্ত ও আগত জনতার ঢলে বিস্মিত মো. মামুনুর রশিদ (মিল্টন)। গত ৩ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর পরে সরকারি সিদ্ধান্ত মোতাবেক গত ৭ ফেব্রুয়ারি রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের হলরুমে সকল ইউপি সদস্যসহ সাধারণ জনগণের সম্মুখে সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল আলম বেনু বর্তমান চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মিল্টনকে দায?িত্ব হস্তান্তর করেন। আয়মা রসুলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম মানিক গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা মোঃ মামুনুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ রাহিদ হোসেন, মাবুদ হোসেন,সমাজ সেবক মোঃ শফিকুল ইসলাম, মোছাঃ সখিনা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নের লক্ষে নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মিল্টন তিনি তার বক্তব্য বলেন আমি অএ ইউনিয়নের সাধারণ জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হয়েছি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদের কাজ হবে দলমত নির্বিশেষে সকল সাধারণ মানুষের সেবা করা। যাতে করে আয়মা রসুলপুর ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে জয়পুরহাট জেলা বাসীকে উপহার দিতে পারি।