টাঙ্গাইলের মধুপুরের ব্রাহ্মণবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম ও শিক্ষক কর্মচারি নিয়োগে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। গতকাল বুধবার দুপুরে বিক্ষুব্ধ জনতা মধুপুর উপজেলার ব্রাম্মনবাড়ী এলাকায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন আকন্দ, মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আবুবকর সিদ্দিক, জিয়াউল হক জামাল, মতিয়ার রহমান তুলা প্রমূখ। ব্রাম্মনবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট রেজাউল করিম হিরণ বলেন, ম্যানেজিং কমিটি গঠন বিধি সম্মতভাবেই হয়েছে। বিদ্যালয়ের প্রয়োজনে শিক্ষক নিয়োগ করা হয়েছে সম্পুর্ণ স্বচ্ছতার ভিত্তিতে। যারা আন্দোলন করছেন তারা বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবক নন। নিয়োগ পেতে যারা বঞ্চিত হয়েছেন তারাই আন্দোলন করছেন। শিক্ষক নিয়োগে কোন প্রকার অনিয়ম হয়নি।