ফরিদপুরের নগরকান্দায় উদ্বোধন করা হয়েছে প্রাণীসম্পদ প্রদর্শনীর। বুধবার সকালে নগরকান্দা সরকারী মহাবিদ্যালয়ের মাঠে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল নগরকান্দার বাস্তবায়নে, প্রানীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পাট কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্থান থেকে পশু পালনকারীরা তাদের পালিত গারু, ছাগল, ভেড়াসহ অন্যান্ন পাণী প্রদর্শন করেন। এদেরকে পুরস্কার প্রদান করা হয়।