দিনাজপুরের ঐতিহ্যবাহী বিরামপুর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তি স্থাপন ও নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৭ ফেব্রু:) দুপুরে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে প্রেসক্লাব চত্বরে বিদায়ী সভাপতি অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেসবাউল ইসলাম ম-ল, থানার ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামল কুমার রায়, মহিলা কলেজের উপাধ্যক্ষ ও প্রেসক্লাব নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনার মেসবাউল হক, প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করানো হয় এবং শেষে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও অতিথিবৃন্দ প্রেসক্লাবের নতুন ভবন নির্মানের লক্ষ্যে ভিত্তি স্থাপন করেন।