ফরিদপুরের নগরকান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার অসহায়দের মাঝে বরাদ্দ দেওয়া ঘর আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেছেন ফরিদপুরে জেলা প্রশাসক অতুল সরকার। বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরসভাধীন মিরাকান্দার ও কাইচাইল ইউনিয়নের পাঁচ কাইচাইল আশ্রায়ণ কেন্দ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন করেন জেলা প্রশাসক অতুল সরকার । এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন, ভাইস- চেয়ারম্যান শেখ চুন্নু, কামরুন্নাহার রিটা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা হোসেন খান, চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, পৌর কাউন্সিলর বৃন্দ প্রমুখ। জেলা প্রশাসক অতুল সরকার বলেন বিশ্বের কোথাও এরকম নজির নেই যে এক সাথে অসহায়দের মাঝে এতো জায়গাসহ ঘর নির্মাণ করে দেওয়ার। তাই এই ঘরেই থেকে সকলে মিলে আপনারা ত্রিশ তলা ভবন তৈরী করে বিশ্ববাসীদের দেখিয়ে দিবেন, কোন কর্মের উদ্দোক্তা হিসেবে সরকার আপনাদের সল্পমূল্যে ঋন দিবে সেই ঋনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে প্রধান মন্ত্রীকে দেখাতে হবে, হাসঁ, মুরগী, শাকসবজির চাষ করতেও বলেন জেলা প্রশাসক। তিনি আরো বলেন প্রধান মন্ত্রী আপনাদের মাথা গোজার ঠাই করে দিয়েছেন আপনারা প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। সুবিধাভোগীদের চাওয়ার দাবীতে প্রধান অতিথি বলেন জায়গা থাকলে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে স্কুল, মসজিদ, মন্দির অথবা কবরস্থান নির্মাণের আশ্বাস দেন অতুল সরকার। এর পরে প্রধান অতিথি তৃতীয় ধাপের আশ্রায়ণ প্রকল্পের কাজও পরিদর্শন করেন।