হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। সেই সঙ্গে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকেও বাড়ছে ক্রেতাদের ভিড়। ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের দাম এখন হাতের নাগালের বাইরে। তাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একটু ভোগান্তি হলেও টিসিবি থেকে পণ্য কিনছেন তারা। টাঙ্গাইলের ধনবড়ীতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল দুপুরে উপজেলার পাথারিয়া বাসস্ট্যান্ডে ট্রাক সেলের মাধ্যমে এসব পণ্য বিক্রি করে মেসার্স শান ট্রেডার্স। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পণ্য না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছে প্রায় তিন শতাধিক লোক। প্রয়োজনের তুলনায় পণ্য সরবরাহ কম থাকায় ক্রেতারা পণ্য কিনতে ঠেলাঠেলি ও হযরানির শিকার হয়েছে বলে জানান তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার জাকির হোসেন ও তারেক ট্রেডার্সের প্রতিনিধি আবু তারেক। পণ্য প্যাকেজ আকারে বিক্রি করায় টিসিবিকে ধন্যবাদ জানান ক্রেতারা। পণ্য কিনতে আসা আব্দুল আজিজ ও জালাল উদ্দিন বলেন, জানতে পরি এখানে টিসিবির পণ্য বিক্রি হবে। তাই লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি করেই কিনলাম। কিন্তু হয়রানির শিকার হতে হয়েছে। লাইনে দাঁড়িয়ে আবার অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। স্বাস্থ্যবিধি কেউ মানেননি। পণ্য না পেয়ে ফিরে যাওয়া হোসেন আলী, মো. রাব্বি মিয়া, আব্দুল হালিম ও লাইলী বেগমসহ অনেকেই জানান, তারা গরিব, কম দামে টিসিবির পণ্য বিক্রি হয় জানতে পেরে কেনার জন্য এসেছিলেন। কিন্তু লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরও পণ্য কেনা হয়নি তাদের। পণ্য কেনা হয়নি বলে কষ্ট হচ্ছে জানিয়ে তাদের দাবি, নি¤œ আয়ের মানুষের জন্য কম মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করা খুবই প্রয়োজন। তারেক ট্রেডার্সের প্রতিনিধি আবু তারেক জানান, টিসিবির পণ্যের ব্যাপক চাহিদা। চাহিদা থাকলেও আমরা কম পেয়ে থাকি। প্রশাসনের নির্ধারিত স্থানে এসব পণ্য বিক্রি করা হয়। ক্রেতারা জানার পর থেকেই ওই স্থানে ভিড় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন বলেন, ‘‘যে পরিমানে টিসিবির পণ্য পাওয়া যাচ্ছে এর চেয়ে দ্বিগুণ চাহিদা। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পণ্য বেশি পাওয়া জন্য ব্যবস্থা করা হবে। যাতে করে ক্রেতারা ক্রয় করতে পারেন।’’