গাজীপুরের কালীগঞ্জে ৫ দিনব্যাপী বইমেলা উদ্বোধন করেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমিকি এমপি। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের উদ্যোগে পৌরসভার পুরাতন ব্যাংকের মোড় এলাকায় কালীগঞ্জ কেদ্রীয় পাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাসিকজামান সভাপতিত্বে বইমেলা উদ্বোধন করেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান- মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর মেয়ার এস. এম. রবিন হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক হযরত আলী মাস্টার, মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আক্তার প্রমূখ। ৫ দিনব্যাপী এই বই মেলাটি শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। বইমেলায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন প্রকাশনীর ১৬টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গন। প্রথম এবং সমাপনী দিনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মেলায় পাঠক-দর্শনার্থী বাড়াতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণের শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ, সুন্দর হাতের লেখা ও শুদ্ধ উচ্চারণে বাংলা পড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। মেলার সমাপনী দিনে এসব প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা প্রশাসনের তৎকালীন ডিসি এস.এম তরিকুল ইসলাম ও স্থানীয়দের সহযোগীতায় ২০২০ সালের মাঝামাঝি সময় উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার তৈরির উদ্যোগ নেন। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঠাগারটি গত বছরের ১৪ অক্টোবর জ্ঞান পিপাসু ও বই প্রেমিদের জন্য উন্মুক্ত করা হয়। আর সেই পাঠাগারকে ঘিরেই এই বই মেলা। অপরদিকে ঃ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মাঠে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঞ্জুর-এ- এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। পরে তিনি একটি এ্যাম্বেলেন্স উদ্বোধন করেন।