মাদক মুক্ত সমাজ গঠন ও মানুষকে অনৈতিক কর্মকান্ডে থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ প্রফেসর ডঃ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী এমপি, জুমাবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে এমপি- ১৫ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন কালে তিনি উপরোক্ত কথা গুলো বলেন, হয়েছে, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি এহছানুল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল হক সাঈদী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব জিতু, লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দীন হিরু, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক জহির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহব উদ্দিন চৌধুরী প্রমুখ। উদ্বোধনী খেলায় সাতকানিয়া ফুটবল একাডেমী কে ৩-০ গোলে হারায় চকরিয়া শেখ জামাল ফুটবল ক্লাব। খেলার বিশেষ আয়োজন ছিল নাইজেরিয়ান খেলোয়াড়রা।