সোমবার, ২৭ মে ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে নতুন উদ্ভাবন ডায়াবেটিক ধানের পরীক্ষামূল চাষ ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত ডিমলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা তীব্র তাপদাহ হাকিমপুরে ৪০০ শিক্ষার্থী পেলো ছাতা সফিউদ্দিন একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রাক্তন গুণীজন ছাত্রদের সম্মাননা বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেলেন গজারিয়ার মাইশা তৃণমূল পর্যায় থেকে উঠে আসা জননেতা মতিয়ার রহমান কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেনের সংবাদ সম্মেলন চাটখিলে দাখিল কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা

ধামরাইয়ে গণটিকায় উপচে পড়া ভিড়

ধামরাই (ঢাকা) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

সকল মানুষকে করোনা টিকার আওতায় আনার লক্ষে সরকার এক কোটি লোককে টিকা দেওয়ার জন্য সকাল থেকে সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে গণটিকা কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ জনগণের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ধামরাই ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ এই পর্যন্ত ৪০ হাজার লোককে টিকা দেওয়া শেষ হয়েছে। বাকিদের টিকা দেওয়ার জন্য আরো টিকার জন্য আবেদন করে টিকা আনা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা। শনিবার (২৬ ফ্রেরুয়ারী) কালামপুর আমানত নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে টিকা গ্রহণকারীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এতে পুরুষ ও মহিলা দুটি সাড়িতে লাইনের মাধ্যমে সকলকে টিকা দেওয়া হচ্ছে। সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা ও ধামরাই থানার ওসি অপারেশন নির্মল কুমার দাস উপস্থিত থেকে মানুষের টিকা দেওয়ার পরিস্থিতি নজর রাখছেন। টিকা নিতে আসা মোঃ মোসলেম বলেন, আমরা লাইনে দাড়িয়ে টিকা নিতেছি। কিন্তু যারা টিকা দিতেছে তারা ধীরগতিতে কাজ করায় দেরি করছে।যার কারণে লাইন দীর্ঘ হয়েছে। অনেকই রৌদে দাড়িয়ে হাফিয়ে যাইতেছে। তাই তারা তারি টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই জন্য টিকা দেওয়ার ভুত বাড়াতে হবে। তাহলে মানুষের এত কষ্ট হতো না। সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা বলেন, আমার ইউনিয়নে এই পর্যন্ত প্রায়২৬ শত লোকের টিকা দেওয়া হয়েছে। বাকিদেরও দেওয়া হবে। তবে বেশ লোক হওয়ায় দাড়িয়ে থাকতে হচ্ছে। এই বিষয়ে ধামরাই থানার ওসি অপারেশন নির্মল কুমার দাস বলেন, আমি সকাল থেকে গণটিকা কেন্দ্র গুলি পরিদর্শন করেছি। শান্ত পরিবেশে টিকা দেওয়া হচ্ছে। তবে পুরুষ ও মহিলা আলাদা করে লাইনে দাড়িয়ে টিকা দেওয়া হচ্ছে। এতে বেশি লোক হওয়ায় টিকা দেওয়া দেরি হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফাত আরা ববেন,পৌর সভাসহ ১৬টি ইউনিয়নে একযোগে করোনার টিকা দেওয়া হচ্ছে। তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com