‘পরিসংখ্যান ব্যতিত কোনো জাতি উন্নতি করতে পারে না। সঠিক পরিসংখ্যানের ওপর নির্ভর করে ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন। উন্নত জীবনের সোপান তৈরি করে সঠিক পরিসংখ্যান। পরিসংখ্যান সঠিক না হলে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। সঠিক পরিসংখ্যান সঠিক পরিকল্পনা গ্রহণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগতমানের পারিসাংখ্যিক তথ্যে কোনো বিকল্প নেই। এছাড়া সঠিক পরিসংখ্যান অপচয় ও দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ গতকাল রবিবার সকালে রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি এসব কথা বলেন। এর আগে ‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় পরিসংখ্যান দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক। জেলা পরিসংখ্যান কার্যালয়ের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক কাজল রেখা সভায় স্বাগত বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ‘তথ্য প্রদানের ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। প্রকৃত তথ্য প্রদান করতে হবে। ভুল পরিসংখ্যান দেশ ও জাতির ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। সঠিক তথ্য না দিলে ভয়ানক বিপর্যয় দেখা দিতে পারে। তাই শুমারি ও চলমান বিভিন্ন জরিপ কার্যক্রমে দায়িত্ব পালনকারী ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তর সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ সভায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম-পরিচালক এস.এম আনিসুজ্জামান দেশের মাথাপিছু গড় আয়, আয়ু, শিশু ও মাতৃ মৃত্যুর হার, আমদানী-রপ্তানি, দেশজ উৎপাদন ইত্যাদি পারিসাংখ্যিক তথ্য পাওয়ার পয়েন্টে উপ¯’াপন করে উন্নত জীবন ধারার পথে এগিয়ে যাওয়ার তথ্য-চিত্র উপ¯’াপন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ.এন.এম. মঈনুল ইসলাম, রাজশাহী মাধ্যমিক ও উ”চ মাধ্যমিক শিক্ষা অফিসের আঞ্চলিক উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী, রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ, ¯’ানীয় সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ উপ¯ি’ত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশের জনসংখ্যা ১৭.৩ কোটি। এর মধ্যে রাজশাহী বিভাগে ২.১৮ কোটি এবং জেলায় ৩০.৭০ লাখ। দেশে প্রতি বর্গকিলোমিটারে এক হাজার ১৪০ জন ব্যক্তি বর্তমানে বাস করছেন বলে সভায় জানানো হয়।