দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে কারিগরী শিক্ষার ভূমিকা অপরিসীম। দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদই পারে দেশকে উন্নত ও সমৃদ্ধির শিখরে পৌঁছে দিতে। বিশ্ববাজারে শ্রমশক্তির প্রশিক্ষনের প্রয়োজনীয়তা রয়েছে। সে লক্ষ্যে বর্তমান সরকার দেশের প্রতিটি জেলা উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় বরিশালের গৌরনদীতে নির্মাণ হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর বাস্তবায়নে ইতিমধ্যে ২০২০ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি কারিগরি প্রশিক্ষণের ভিত্তিপ্রস্তর স্থাপণ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ২০ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। এরইমধ্যে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চলতি বছরের শেষের দিকে ভবনের কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানটির। এ বিষয়ে বরিশাল টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ গোলাম কবির জানান, গৌরনদী উপজেলায় নির্মাণাধীণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ৭৫জন জনবল নিয়ে ছয়টি ট্রেডে কমপক্ষে ১৫টি কোর্স চালু হবে। এতে প্রায় ৪২ জন প্রশিক্ষক থাকবে। কেন্দ্রটি চালু হলে বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে। গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সী জানান, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দক্ষ জনবল তৈরির উদ্যোগ গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত এমপির ঐকান্তিক প্রচেষ্টায় গৌরনদী উপজেলার কসবা এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হচ্ছে। কারিগরি কেন্দ্রটি চালু করা হলে গৌরনদী ও পার্শ্ববর্তী উপজেলার বেকার যুবকদের কর্মসং¯’ান সৃষ্টি হবে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটির ভবনের কাজ সমাপ্তির পর একাডেমিক কার্যক্রম শুরু হবে। কেন্দ্রটির কার্যক্রম শুরু হলে শিক্ষিত তরুন-তরুনীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। কেন্দ্রটি নির্মাণের ফলে গৌরনদী উপজেলাবাসীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলেও ইউএনও উল্লেখ করেন। এবিষয়ে বরিশালের সাবেক জেলা প্রশাসক ও জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর বর্তমান মহাপরিচালক মোঃ শহীদুল আলম এনডিসি বলেন, “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ, সম্মান দুই মেলে” বিদেশে যেতে গেলে দক্ষ হয়ে যেতে হবে, আর দক্ষ হতে হলে প্রশিক্ষণ নিতে হবে। দক্ষতা নিজের সম্পদ, যোগ্য মানুষ বিশ্ব সব। দক্ষ মানুষ সারাবিশ্বের মানুষের উপকারে লাগে। মহাপরিচালক আরও বলেন, কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো ৪০টি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন শীর্ষক প্রকল্প গ্রহন করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বহির্বিশ্বের শ্রমবাজারে দক্ষ শ্রমশক্তি রপ্তানির করে কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় জনগন নিজ এলাকায় থেকে কারিগরি প্রশিক্ষণ গ্রহন করে নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এ কারনে গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভাগ্যে খুলে দিতে পারে গৌরনদী তথা বরিশালবাসীর। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বরিশালবাসীকে নিজেদের দক্ষ জনগোষ্ঠি হিসেবে গড়ের তোলার আহবান জানান বরিশালের এ সাবেক জেলা প্রশাসক ও জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর বর্তমান মহাপরিচালক।