ডোমারে বিদ্যুতের তাঁরে জড়িয়ে মকছেদুল ইসলাম নামে ৮ বছরের এক শিশুর শরীরের সিংহ ভাগ অংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার অভাবে দুই মাস থেকে শিশুটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মকছেদুল উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের খালপাড়া গ্রামের হত দরিদ্র দিন মুজুর আজিজুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্র জানান, গত ৪ জানুয়ারী ঘরের ভিতর খেলা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে শিশু মকছেদুলের হাত, পা, মাথা ও বুক পুড়ে যায়। অর্থ অভাবে পরিবারের লোকজন তাঁর উন্নত চিকিৎসা করতে পারেনী। তাই পুড়ে যাওয়া শিশুটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিএস বিভাগের ১৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীনে রয়েছে। কেতকীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমানের সুপারিশে অগ্নিদগ্ধ শিশুটিকে বাঁচাতে ০১৭৭৪৫১৫৭৪৩ বিকাশে আর্থিক সাহয্যের আহবান জানান পরিবার থেকে। দিন মুজুর আজিজুল ছেলের উন্নত চিকিৎসার টাকা যোগান দিতে না পেরে সমাজের বিভিন্ন মহলের কাছে আর্তনাদ করে ছুটে বেড়াচ্ছে।