বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের আলোচনা সভা

শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার :
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশন ভবনে। বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবশিকফো), মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সংগঠনের জেলা সহ-সভাপতি ও মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলিসুর রহমানের সভাপতিত্বে এবং হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদারের সঞ্চালনায় গত ২৪ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের আহবায়ক ও বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবশিকফো) এর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মঈনউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবশিকফো) এর মহাসচিব মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের যুগ্ন আহবায়ক তালুকদার আবদুল মন্নাফ, সংগঠনের সহ-সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান, জাতীয়করণ মঞ্চের সভাপতি আবজালুর রশিদ, জগৎসী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান জুয়েল, এমপিওভুক্ত অনলাইন শিক্ষক পরিষদের সভাপতি আবু তালেব সোহাগ ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। আলোচনা সভায় শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী মীর, অজয় কুমার ঘোষ, হাফিজুর রহমান, মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সরকারের কাছে শিক্ষার অগ্রগতির লক্ষ্যে সুন্দর ও সুশিক্ষিত জাতি গঠনের জন্য এক দফা এক দাবী হিসেবে বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে অনতিবিলম্বে সরকারীকরণের দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com