লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান গত শনিবার দুপরে বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির ক্লাস নিলেন। বিদ্যালয় পরিদর্শনকালে ইউএনও সাইফুর রহমান দশম শ্রেণির তিনটি শাখার শিক্ষার্থীদের পড়া জিজ্ঞেস করেন। পরে তাদের ইংরেজি ও গণিত ক্লাস নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনী এবং তার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বদেশ প্রত্যাবর্তন, ভাষা আন্দোলন, ২৫ মার্চ গণহত্যা, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন এবং এ বিষয়ে আলোচনা করেন। জানা গেছে ওই বিদ্যালয়টি ১৯৯৪ সালে স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১ হাজার ৫৪৭ জন ছাত্রী রয়েছে। এর মধ্যে দশম শ্রেণির ছাত্রীর সংখ্যা ২৬০ জন। আর শিক্ষক রয়েছে ২৭ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বলেন, ‘ইউএনও স্যার আকস্মিক পরিদর্শনে এসে দশম শ্রেণির ক্লাস নিয়েছেন। পরিদর্শনকালে তিনি শিক্ষকদের শিক্ষার্থীদের শিক্ষার গুণগতমান কিভাবে আরও উন্নত করা যায় সে সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন। তবে তিনি এভাবে আকস্মিক পরিদর্শনে এসে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা খুবই আনন্দিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘দায়িত্ব পালনের জন্য প্রায়ই তাকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় যেতে হয়। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার গুরুত্ব থাকে সর্বাধিক। নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি আরও বলেন আমি সময় পেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যাই, শিক্ষার্থীদের ক্লাস নিই এবং বিভিন্ন বিষয়ে তাদের অনুপ্রানিত করি। এই শিক্ষকতা পেশা আমার নিজের খুব ভালো লাগে।’ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুর রাজ্জাক রন্জু বলেন, ‘বিদ্যালয় পরিদর্শনে এসে ইউএনও ক্লাস নিয়েছেন এটি সত্যিই ইতিবাচক। তাঁর পরিদর্শন ও শিক্ষার্থীদের কথোপকথনে বিদ্যালয়ে লেখা-পড়ার মান আরও বৃদ্ধি পাবে এবং জবাবদিহিতাও বাড়বে বলে তিনি মনে করেন।