বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন

সুন্দরগঞ্জে অগ্নিদগ্ধ শিশু আশরাফি বাঁচতে চায়!

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাড়ার সাথীদের সাথে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে দীর্ঘ ৩ মাস যাবৎ বিছানায় ছটফট করছে আশরাফি আক্তার নামে এক শিশু। অগ্নিদগ্ধের পর কয়েক দিন প্রাথমিক ভাবে চিকিৎসা শেষে অর্থাভাবে বিনা চিকিৎসায় ধুকে ধুকে দিনানিপাত করছে। এ অবস্থায় মেয়ের উন্নত চিকিৎসা না করাতে পেরে গভীর ভাবে ভেঙে পড়েছেন তার অসহায় বাবা-মা। জানা যায়, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে আশরাফি আক্তার। গত বছরের ১৮ ডিসেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে আগুনে ঝলসে যায় শিশুটি। পোড়া শরীর নিয়ে প্রায় ৩ মাস অতিবাহিত করলেও এখনো সুস্থ হয়নি। ছোট্ট শিশুটি সব সময় যেন নির্বাক। নিষ্পাপ চোখে মুখে যেন তার হতাশার ছাপ আবার কিছু সময় নিরবতার সাথে অবাক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে যেন তার দিন পার হয়ে যাচ্ছে। এদিকে অল্প কিছুদিন শিশু আশরাফি আক্তারের চিকিৎসা হলেও চরম অর্থ সংকটে পড়েছেন শিশুটির মা বাবা। যে সংসারে নুন আনতে পানতা ফুরায় সেখানে মেয়ের শরীরের পুড়া ক্ষত কিভাবে সারাবেন সে গভীর চিন্তায় সমাজের বিত্তশালী সকল মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন ভুক্তভোগী পরিবার। আশরাফি আক্তারের পিতা আলতাফ হোসেন বলেন, অর্থের অভাবে আমার শিশু সন্তান আশরাফি আক্তারকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে পারছিনা। তাই আমার শিশু সন্তানের সুচিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের প্রতি অনুরোধ করছি, যে যতটুকু পারেন আমাকে সাহায্য করে আমার শিশু সন্তানকে বাঁচাতে সাহায্য করুন। আপনাদের সামান্য সহযোগিতায় জীবন বেঁচে যেতে পারে আমার শিশু সন্তান আশরাফি আক্তারের জীবন।’ আপনারা শিশু আশরাফি আক্তারকে চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে যোগাযোগ করুন- ০১৭০১-৫১৬-৭৩১ তার বাবার মোবাইল নম্বরে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com