শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

কেশবপুরে উদীচী হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

যশোরের কেশবপুরে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলার ২৩ বছর পূর্তিতে হত্যাকান্ডের প্রতিবাদে উদীচী শিল্পী গোষ্ঠী কেশবপুর শাখার উদ্যেগে হত্যাকান্ডের বিচারের দাবিতে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। গত রোবাবার বিকেলে স্থানীয় ত্রিমোহিনী মোড় চত্বরে মানববন্ধন, প্রতিবাদী সঙ্গীত ও কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। মানবন্ধনে সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি অনুপম মোদক। বক্তব্য রাখেন কেশবপুরের নাগরিক সমাজের আহাবয়ক আবু বকর সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, খেলা ঘর আসরের সভাপতি আবদুল মজিদ, সঙ্গীত শিল্পী প্রভাষ সরকার, স্বপন দে, সাংবাদিক দিলীপ মোদক, দলিত পরিষদের নেতা উজ্জল দাস। পরে পাবলিক ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। বোমা হামলায় নিহত শিল্পীদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। হত্যাকান্ডের বিচার দাবিতে শপথ গ্রহন করা হয়। উল্লেখ্য, ১৯৯৯ সালের ৬ মার্চ ঐতিহাসিক যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের সমাপণী দিনে বাউল গানের আসরে দুই দফা বোমা বিস্ফোরণ ঘটে। এতে ১০ জন সাংস্কৃতিক কর্মী ও দর্শক প্রাণ হারানোর পাশাপাশি আড়াই শতাধিক নিরীহ মানুষ আহত হন। এ ঘটনার রহস্য উদঘাটন ও বিচার আজও হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com