৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস/২২ উপলক্ষে, গলাচিপা উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে নারীদের অংশ গ্রহণে বিশ্ব নারী দিবস পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সুদক্ষ নির্বাহী অফিসার আশিষ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. সালমা ওয়াহিদ, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মোসা. জাকিয়া সুলতানা। সভায় বক্তব্য রাখেন মীনা মাহমুদ, সার্বিক ভাবে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা তথ্য আপা ইসমত জাহান সুখি। সভায় সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, নারী দিবসে নারীদের অধিকার প্রতিষ্ঠায় নারীদের শিক্ষা সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, নারীর ক্ষমতায়ন থেকে চাকুরীর সুযোগ এবং নারী কল্যাণে নানা বিধ কর্ম-পরিকল্পনা সহ বাজেট প্রনয়ণ করে নারীদের উন্নতি করে যাচ্ছে। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বি-নির্মাণে শেখ হাসিনা সরকার বেকার নারীদের নানা বিধ প্রশিক্ষন দিয়ে ঋণসহ বিভিন্ন সহায়তা দিয়ে জাগ্রত করে চলছে। সভায় বিভিন্ন নারী সংগঠনের মহিলা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।