ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির সৈন্যদের গুলিতে নিহত হয়েছেন ব্রেন্ট রেনাড (৫০) নামে এক মার্কিন সাংবাদিক। গত রোববার কিয়েভের কাছে ইরপিন শহরে এ ঘটনা ঘটে বলে পুলিশের সূত্রে নিশ্চিত করেছে বিবিসি। ইউক্রেনের যুদ্ধ কভার করতের আসা কোনো বিদেশী সাংবাদিকের নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম।
কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রি নেবিতোভ বলেন, রুশ সেনারা তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আহত আরো দুই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সাংবাদিক ব্রেন্ট রেনাডের নিউ ইয়র্ক টাইমসের একটি প্রেস আইডির ছবি ছড়িয়ে পড়েছে। অবশ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিবৃতিতে বলা হয়েছে, রেনাডের মৃত্যুর খবর শোনা দুঃখজনক। তবে তিনি ইউক্রেনে তাদের জন্য কাজ করছিলেন না।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সর্বশেষ ২০১৫ সালে তিনি পত্রিকাটির জন্য কাজ করেছিলেন। আর ইউক্রেনে তিনি যে প্রেস আইডি পরেছিলেন সেটি আরো অনেক আগে ইস্যু করা হয়েছিল। এইচবিও এবং এনবিসিতেও কাজ করেছেন ব্রেন্ট রেনাড। তবে ইউক্রেনে তিনি ঠিক কোন সংবাদমাধ্যমের জন্য কাজ করছিলেন সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো এক বিবৃতিতে বলেছেন, ব্রেন্ট রেনাডকে তার জীবন দিয়ে আগ্রাসী শক্তির কপটতা, নিষ্ঠুরতা ও নির্মমতা প্রকাশের চেষ্টার মূল্য দিতে হয়েছে।