এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্তদের
স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন শেরপুর জেলা কর্তৃক এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা শহরের একটি মিলনায়তনেসংবর্ধনা দেয়া হয়েছে। স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা সেক্রেটারি হাফেজ আল আমিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টুডেন্ট ওয়েলফার ফাউন্ডেশন শেরপুর জেলা সভাপতি মু. ইমরান রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাবেক সভাপতি মাহফুজুর রহমান।
প্রধান অতিথি নুরজ্জামান তার বক্তব্যে বলেন, মেধাবীদের স্ব স্ব ধর্মীয় অনুশাসন মেনে চলে এবং নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে উন্নত চরিত্র দিয়ে জাতি গঠনে এগিয়ে আসতে হবে।
জেলার ৬০জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।