একই সঙ্গে একাধিক ডিভাইস ব্যবহার করেন অনেকেই। ডেস্কটপে কাজ করার সময় গুগল ক্রোমে অসংখ্য ট্যাব খুলে রাখেন। বাইরে গিয়ে স্মার্টফোনে আর সেই ট্যাব খুঁজে পাওয়া যায় না। এতে প্রয়োজনীয় অনেক লিংক খুঁজে পাওয়া যায় না। এবার থেকে আর এই সমস্যায় পড়তে হবে না। ডেস্কটপ থেকে খুব সহজেই স্মার্টফোনে গুগল ক্রোমের ট্যাব শেয়ার করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই কাজটি খুব সহজেই কীভাবে করতে পারবেন-
ল্যাপটপ আইকন ইন অ্যাড্রেস বার থেকে করতে হলে- > প্রথমেই ক্রোম ওয়েব পেজের অ্যাড্রেস বারে ক্লিক করতে হবে। > এরপর সিলেক্ট করতে হবে ‘সেন্ড দিস পেজ’ (Send this page) অপশন।
> এরপর সিলেক্ট করতে হবে ‘সেন্ড ইয়োর ডিভাইসেস’ (Send your devices) অপশন।
> সেই ডিভাইস সিলেক্ট করতে হবে, যেখানে সেই ট্যাব সেন্ড করা দরকার।
> এরপর সিলেক্ট করতে হবে ‘সেন্ডিং’ (sending) পপআপ।
> এরপর স্মার্টফোনে পাঠানো হবে ক্রোম নোটিফিকেশন। এবার ফোনেই ব্যবহার করা যাবে সেই ট্যাব।
রাইট ক্লিক অন দ্য ওয়েব পেজ ইউআরএল (URL) থেকে করতে হলে-
> অ্যাড্রেস বারের পেজ ইউআরএল (URL) হাইলাইট করতে হবে।
> এবার ইউআরএলে রাইট ক্লিক করুন।
> সেন্ড টু (Send To)অপশনে ক্লিক করুন।
> এরপর স্মার্টফোনে পাঠানো হবে ক্রোম নোটিফিকেশন। এবার ফোনেই ব্যবহার করা যাবে সেই ট্যাব।