রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

পার্বতীপুরের বড়পুকুরিয়ায় দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২

পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-এর আওতায় মুজিববর্ষ উপলক্ষ্যে দারিদ্র বিমোচনে বিসিএমসিএল কর্তৃক দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। কোম্পানির অফিসার্স ক্লাব (মনমেলা)-এ ২৭ মার্চ/২২ তারিখে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান নাজমুল আহসান প্রধান অতিথি হিসেবে এবং পেট্রোবাংলার মাননীয় পরিচালক (অপারেশন এন্ড মাইন্স) আলী মোঃ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সাইফুল ইসলাম সরকার উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া, অতিথিবৃন্দ বিসিএমসিএল-এর মুজিব কর্ণার, কোল ইয়ার্ড, শ্যাফট, বড়পুকুরিয়া কোল মাইন স্কুল, সাবসিডেন্স এলাকা ও প্রস্তাবিত সোলার স্টেশন স্থাপনের জন্য নির্ধারিত জলাশয় এলাকা সরেজমিন পরিদর্শন করেন এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com