শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

“দক্ষ হয়ে বিদেশ যাবো দ্বিগুন টাকা বেতন পাবো”ও “মুজিববর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্য নিয়ে নাটোর সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক” সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সকাল ১০ টার সময় প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের নির্দেশনায় এই সেমিনারের আয়োজন করা হয়। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারোয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নাটোর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গোলাম নবী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, পিপরুল ইউপি চেয়ারম্যান কলিমুদ্দিন, বিপ্রবেলঘড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী, নলডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মামুনুর রশীদ, নাটোর সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইন্সট্রাকটর আবুল বাশার আজাদ, কম্পিউটার ইন্সট্রাক্টর গোলাম মোস্তফা, ইন্সট্রাকটর সাইদুর রহমান, আশরাফুল করিম পলাশ, হিসাব রক্ষক শফিকুল ইসলাম খান প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের সরকারী, আধা-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ইমাম, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের উদ্যাক্তা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগন অংশগ্রহন করেন। সেমিনারে পাওয়ার পয়েন্টে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের লক্ষ্য, উদ্দেশ্য, সফলতা ও উন্নয়ন কর্মকান্ড সর্ম্পকে তুলে ধরা হয়। এসময় জানানো হয়, গত ২০১৭ সাল হতে ২০২১ সাল পর্যন্ত নাটোর সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সাতটি ড্রেটে প্রশিক্ষনগ্রহণকারী ৯ হাজার ৩৮৪ জনকে বিদেশে পাঠানো হয়েছে। ট্রেডগুলো হচ্ছে-কম্পিউটার, অটোমোটিভ, গার্মেন্টস, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আরএসি, প্লাষ্টিক। বিদেশগামিরা বিভিন্ন দেশে ক্লিনার, প্যাক্টরি লেবার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং ও সিভিল কন্সট্রাকশনে কাজ করছেন এবং অর্থনৈতিক ভাবে তারা সাবলম্বি হচ্ছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com