শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি : জার্মান রাষ্ট্রদূত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২

বিএনপি নির্বাচনে কেন অংশ নিতে চায় না জার্মান কূটনীতিকদের কাছে তার ব্যাখ্যা দিয়েছে। এমনটাই দাবি করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিন ট্রোস্টার। গতকাল বুধবার কূটনৈতিক সংবাদদাতা সমিতি- ডিকাবের ফ্লাগশিপ প্রোগ্রাম ডিকাব টকে জার্মান রাষ্ট্রদূত বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। গত ১৭ই মার্চ বিএনপি’র সঙ্গে জার্মান কূটনীতিকদের একটি বৈঠক নিয়েও কথা বলেন তিনি। বলেন, ‘বিএনপি’র মন্তব্যে আমি অখুশি।’ বিএনপি’র কোন মন্তব্যে তিনি কি অখুশি? জানতে চাইলে রাষ্ট্রদূত আচিন ট্রোস্টার বলেন, বৈঠক শেষে আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আমি দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। কেউ আমাকে উদ্ধৃত করে কিছু বলুক এটা আমি পছন্দ করি না। আমি আমার নিজের কথা নিজেই বলতে পারি। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এবং আমাকে উদ্ধৃত করে আপনারা যেকোনও কিছু লিখতে পারেন। কিন্তু অন্য কেউ এটি করতে পারে না।’ বিএনপি’র সঙ্গে তিনি এবং তার উপপ্রধান দেখা করেছেন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ, যা ১৬ই মার্চ হওয়ার কথা থাকলেও পরে একদিন পিছিয়ে ১৭ই মার্চ করা হয়। জার্মান রাষ্ট্রদূত বলেন, বৈঠকে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দলটির মহাসচিব উপস্থিত ছিলেন। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতি নিয়েও সেখানে আলোচনা হয়েছে বলে স্বীকার করেন রাষ্ট্রদূত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com