শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ পঞ্চম: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের ১২১ দেশের মধ্যে পঞ্চম অবস্থানে। দক্ষিণ এশিয়ায় ভারতসহ আটটি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এই মহতি অর্জনের জন্য আমরা গৌরব বোধ করি। একই সঙ্গে দেশের স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত সব সহকর্মীদের জানাই অভিবাদন ও ধন্যবাদ। গতকাল মঙ্গলবার (১০ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, সাহসী কর্মকৌশল, দেশের আপামর জনসাধারণ, চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের পরিশ্রম ও ত্যাগের ফলে বাংলাদেশ কোভিড অতিমারির ছোবল থেকে রক্ষা পেয়েছে। এটি এখন সব মহলে স্বীকৃত।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষে থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com