শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
বিশ্বমানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি রাসূল (সা.)-এর সীরাত থেকে শিক্ষা নিয়ে দৃঢ় শপথবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে—ড. রেজাউল করিম চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রাজনীতিবিদেরা অর্থনীতিবিদদের হুকুমের আজ্ঞাবহ হিসেবে দেখতে চান: ফরাসউদ্দিন নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক হামাসের অভিযানে ১২ ইসরাইলি সেনা নিহত আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় গাজানীতির প্রতিবাদে বাইডেন প্রশাসনের ইহুদি কর্মকর্তার লিলির পদত্যাগ

ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

১৪ মে শনিবার দিনাজপুরের ঐতিহাসিক তীর্থভূমি শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শনে এলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকা’র মহাপরিচালক, অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিতকে ফুল দিয়ে সংবর্ধনা জানালেন রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ সহ সদস্যবৃন্দ। পরিদর্শনকালে অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিতের সাথে ছিলেন, তার সহধর্মিনী সরবানী চক্রবর্তী, প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, কাহারোল থানার ওসি মোঃ রইস উদ্দিন, দিনাজপুর রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ, সদস্য সুনীল চক্রবর্তী, গৌর চন্দ্র শীল, এ্যাডঃ সরজ গোপাল ও বিমল চন্দ্র দাস। রাজ দেবোত্তর এষ্টেটের সদস্যবৃন্দ শ্রীশ্রী কান্তজীউ মন্দিরের রক্ষনাবেক্ষণ, নিরাপত্তা, মন্দিরের উন্নয়ন, পূজার্চনা ও আয় বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মহাপরিচালক অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত বলেন, বর্তমান সরকার বাংলাদেশের সকল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণের বিষয় যথেষ্ট আন্তরিক। বিশেষ করে বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন শ্রীশ্রী কান্তজীউ মন্দিরের সৌন্দর্য বৃদ্ধির বিষয়। আমি অবিলম্বে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপিকে নিয়ে পর্যায়ক্রমে এইসব সমস্যা সমাধান করবো। শেষে তিনি রাজ দেবোত্তর এষ্টেটের সদস্যদের নিয়ে মন্দির সহ এলাকার স্পর্টগুলো পরিদর্শন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com