বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

মহেশখালীতে নৌকা পেলেন মোস্তফা ও বিদ্রোহী প্রার্থী তারেক

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২

৯ম ধাপের ইউপি নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া এবং বড় মহেশখালী ইউনিয়নদ্বয় রয়েছে। ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন নৌকা পেতে বিদ্রোহীসহ অনেকেই ঢাকাস্থ আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভীড় জমেছিলো। ইতিমধ্যে গ্রামগঞ্জের চা’য়ের স্টল থেকে দলীয় কার্যালয় এ নির্বাচন নিয়ে সবখানে চলছে চুলচেরা বিশ্লেষণ। ঈদের আমেজ শেষ না হতেই এতদাঞ্চলদ্বয়ে বইছে আবার ইউপি নির্বাচনী হাওয়া। প্রার্থীরা শুরু করেছে ভোট আদায়ের ভিন্ন ভিন্ন কুশল। প্রার্থী এবং প্রার্থীর সমর্থনকারী কোমর বেঁধে গোপনে প্রকাশ্যে মাঠ গোছাচ্ছেন। উপজেলার বড় মহেশখালীতে তেমন নির্বাচনী সহিংসতা আবাস না পেলেও। অন্যদিকে সংঘাত সহিংসতা আর প্রাণহানির পুরোনো রেওয়াজ নিয়েই ফিরছে আসন্ন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী চিত্র। চারদিকে ভোট উৎসব ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ইউনিয়নে এতে শঙ্কায় রয়েছে হাজারো ভোটার ও আ’লীগ বিএনপিসহ অন্যদলের তৃর্ণমূল নেতাকর্মীরা। প্রার্থীরা একক আধিপত্য জিইয়ে রাখতে এবং কেউ জনগণকে নতুন স্বপ্ন দেখিয়ে মাঠ দখলে করতে মরিয়া হয়ে উঠেছেন বিগত পিরিয়ড়ের নৌকার বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। তবে কিন্তু অদৃশ্য শক্তি এবং বিশাল অংকের মিশনে এবারের নৌকা মনোনয়ন পেলেন বলে সাধারণ ভোটারের ভাষ্য। অপর ইউনিয়ন বড় মহেশখালীতে নৌকা পেলেন মোস্তফা আনোয়ার। নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কালারমারছড়া ইউনিয়নে এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে কাঁদা ছুড়াছুড়ি! আবার কেউ হত্যার মতো জীবন শঙ্কার অভিযোগ তোলছেন। অন্যান্য হেভিওয়েট প্রার্থী নাগরিক কমিটির ব্যানারে নতুন মুখ মহেশখালীর কর্মরত সাংবাদিক হোবাইব সজীব। সাবেক চেয়ারম্যান প্রবীণ মীর কাসিম চৌধুরী, ছাত্রনেতা ফজলে আজীম ছিগবাতুল্লাহ, মেম্বার আকারোজ্জান বাবু মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। কালারমারছড়া ইউপি চেয়ারম্যান বর্তমান দলীয় নৌকার মাঝি তারেক বিন ওসমান শরীফ গত পিরিয়ড়ে নৌকার বিরুদ্ধে বিদ্রোহি প্রার্থী হিসেবে ভোটে নির্বাচিত হয়েছে। এমনকি অন্যান্য ইউপি নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর স্বপক্ষে অবস্থান করছিলো তিনি। তবে ৫ বছরে কালারমারছড়ায় রেকর্ড পরিমাণ উন্নয়ন কর্মযজ্ঞ করলেও সরকারী মেগা প্রকল্প থেকে বিভিন্ন কৌশলে কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করায় সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ হয়েছিলো। যা বহুবার মিডিয়ায় প্রচার হয়। অপরদিকে সাংবাদিক হোবাইবে বিশাল ভোট ব্যাংক থাকার তাঁর অবস্থান খুবই সন্তোষজনক জানান সাধারণ ভোটাররা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com