ময়মনসিংহের তারাকান্দা উপজেলা জাতীয় শ্রমিকলীগের নব গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিকেলে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মরহুম এম শামছুল হক এর কবর জিয়ারত, মোনাজাত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। জানা গেছে,গতকাল তারাকান্দা উপজেলা জাতীয় শ্রমিকলীগের নব-গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো: সাব্বির আহম্মেদ তাজ ও সদস্য সচিব মো: চাঁন মিয়া মন্ডল, যুগ্ম আহবায়ক মো: আশাদুল ইসলাম ও মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সরকারি কলেজ জামে মসজিদের পাশে ভাষা সৈনিক ও সাবেক এমপি মরহুম এম শামছুল হক এর কবর জিয়ারত ও মোনাজাত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের সন্তান বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ। এছাড়াও শ্রমিকলীগের নব-গঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ০৭/০৫/২০২২ ইং তারিখে ময়মনসিংহ জেলা শাখার জাতীয় শ্রমিকলীগ আহ্বায়ক কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম শাহীন ও যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল আহম্মেদের স্বাক্ষরীত ৪১ সদস্য তারাকান্দা উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।