মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

মহিলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ফেনীর সোনাগাজীর সর্বোচ্চ ১৩ টি পুরস্কার অর্জন

ছালাহ্ উদ্দিন সোনাগাজী (ফেনী) :
  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২

জেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মহিলাদের মাঝে সোনাগাজী উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। গত শনিবার ফেনীর শহীদ সালাম স্টেডিয়ামে উক্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুুুুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান এর সহধর্মিণী। মেয়েদের ১০০ মিটার দৌড়ে মারজাহান আক্তার প্রথম, বিবি আয়েশা দ্বিতীয় এবং ইশরাত জাহান তৃতীয় স্থান অর্জন করেন। মেয়েদের ২০০ মিটার দৌড়ে মারজাহান আক্তার প্রথম, ইশরাত জাহান দ্বিতীয় স্থান অর্জন করেন। গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় ফেরদৌস আক্তার সুমি প্রথম, ফারিয়া সুলতানা প্রমা দ্বিতীয় স্থান অর্জন করেন। চাকতি নিক্ষেপ প্রতিযোগিতায় ফেরদৌস আক্তার সুমি প্রথম, ফারিয়া সুলতানা প্রমা দ্বিতীয় স্থান অর্জন করেন। বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় জান্নাতুল ফেরদৌস প্রথম এবং বিবি আয়েশা দ্বিতীয় স্থান অর্জন করেন। সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক জেলা পর্যায়ে সোনাগাজী উপজেলার পক্ষ হয়ে ১৩টি পুরস্কার অর্জন করায় বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভূয়সী প্রশংসা করেন। জেলা পর্যায়ে সুনাম বয়ে আনায় উপজেলা নির্বাহী অফিসার তার পক্ষ থেকেও পুরস্কৃত করেন। পুরস্কার নিয়ে এসে নির্বাহী অফিসার এর কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীর, ক্রীড়া শিক্ষক আবদুল কাদের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com