বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

কৃষির মানউন্নয়নে কাজ করার আহ্ব্বান -বশেফমুবিপ্রবি ভিসির

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের উদ্যোগে সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে বলেন.দেশের মৎস্য ও কৃষির উন্নয়নে গবেষকদের বেশী বেশী করে কাজ করতে হবে। বিশেষ করে কৃষিখাত তথা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে এ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিরলস ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কৃষি আমাদের দেশের মূল অর্থনীতির চালিকা শক্তি। তাই আমাদের সনাতন কৃষিপদ্ধতি থেকে বেরিয়ে এসে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, নানামুখী কৌশলে রোগবালাই দমন, কৃত্রিম উপায়ে শাকসবজি ও মাছ চাষ, ছাদকৃষি উৎপাদন করে উন্নয়ন সাধিত করতে হবে। কৃষি ও মৎস্যবিজ্ঞানীরা নতুন নতুন জাত উদ্ভাবন করে দেশকে আরো সমৃদ্ধশালী করে গড়ে তোলতে হবে। জামালপুর বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বেশী করে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকীকরণ এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাই ভবিষ্যতে কৃষি ও মৎস্যের উন্নয়নে যুগোপযোগী বিষয় চালু করা হবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইমপ্যাক্ট অব দি ইউনিভার্সিটি আপঅন লোকাল ইকোনমি: পটেনশিয়ালস অব বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, জামালপুর, বাংলাদেশ)’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল হক। বিশেষ অতিথি ভারতের (নয়াদিল্লি) গ্রামীণ বিকাশ ট্রাস্টের পরিচালক ও ইনচার্জ মি. দেবতনু বর্মণ তিনি বাংলাদেশের মৎস্য ও কৃষিখাতের সম্ভাবনাময় বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com